ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পেঁয়াজ বীজ বিতরণ

পেঁয়াজ বীজ বিতরণ

রাজবাড়ীতে প্রণোদনার আওতায় সরবরাহ করা পেঁয়াজ বীজ অঙ্কুরোদ্গম না হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নতুন ও উন্নত মানের পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।জেলা প্রশাসক বলেন, প্রণোদনার আওতায় ৪ হাজার কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছিল। তবে প্রাপ্ত বীজ অঙ্কুরোদ্গমে সমস্যা হওয়ায় দ্রুত নতুন বীজ সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, এই উন্নত বীজ দিয়ে কৃষকরা ভালো ফলন পাবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত