বিএনপি জনগণের পাশে থাকে
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ ফটোসেশনের রাজনীতি করেছে; কিন্তু বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। যেকোনো দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে।
গতকাল ধোবাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে লুটপাট করে গেছে তাই বর্তমান সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তেমন সহযোগিতা করতে পারছে না; কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি ক্ষমতায় না গেলেও সবসময় জনগণের পাশে থাকবে। গতকাল রোববার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ধোবাউড়া বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।