সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় মৎস্য ব্যবসায়ী মোন্নাফ সরকারকে অপহরণ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে অপহৃত ওই মৎস্য ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন* উক্ত থানা এলাকার শ্রী রামেরপাড়া গ্রামের আমজাদ সরকার (৪৫), তালেব (৪২) ও মালেক (৩৮)। সলংগা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, গত শনিবার সকালে ওই গ্রামের ব্যবসায়ী মোন্নাফ সরকার স্থানীয় মৎস্য আড়তে যাচ্ছিল।
এ সময় সলংগা-ঘুড়কা আঞ্চলিক সড়কের শ্রী রামেরপাড়া নামকস্থানে তার পথরোধ করে কালো রংয়ের একটি মাইক্রোবাসে তাকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ সুপার পুলিশ সুপার ফারুক হোসেনের দিকনির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিশেষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওইদিন রাতে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের সহযোগিতায় এলাকায় অভিযান চালিয়ে ওই অপহৃত মৎস্য ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।