রাজনৈতিক প্রতিহিংসায় পঙ্গু যুবদল নেতা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি

আওয়ামী ক্যাডারদের প্রত্যক্ষ হামলা ও অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার পরিকল্পনা নিয়ে মাঠ পর্যায়ের এক স্বেচ্ছাবেক দলের সভাপতিকে চিরতরে পঙ্গু করে দেয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর প্রেসক্লাবে গতকাল লিখিত এক অভিযোগপত্রে বিভৎস এসব চিত্র উঠে এসেছে। সংবাদ সম্মেলনে পঙ্গুত্ববরণকারী স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ শেখের ছোট ভাই আনিস শেখ ও তার মা মিনারা বেগম এসব ঘটনার বিবরণ তুলে ধরেন গণমাধ্যমকর্মীদের কাছে। এ সময় আরো উপস্থিত ছিলেন-চাচা হেমায়েত খান, সাকিল খান, নূর ইসলাম শেখ, হায়দার শেখ ও ফেরদৌস খান। লিখিত বিবরণে অভিযোগকারীরা বলেন, ২০১৪ সালের সালের ৬ অক্টোবর সকাল ৭টার সময় ধান মাড়াইর একটি মেশিন কেনার জন্য হানিফ শেখ বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হলে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পশ্চিম বুইচাকাঠি কুদির বাড়ি ব্রিজের কাছে পৌঁছালে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুর নেতৃত্বে আওয়ামী ক্যাডাররা দেশীয় অস্ত্র, জিআই পাইপ ও হকিস্টিক নিয়ে বেদম প্রহার ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে পুনরায় ধরে এনে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এনে তৎকালীন এমপি এমএ আউয়াল ও থানার ওসি মোস্তাফিজুর রহমান খন্দকারের সামনে বর্বোরোচিতভাবে নির্যাতন চালায়।