নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত দুই
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছে আরো দুইজন। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সারপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭) ও একই গ্রামের এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে দুপুরেও ওই সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছিলো। কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই রাজশাহী অভিমুখী মাইক্রোবাসটি নওগাঁ অভিমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যওয়ায় ভেতরে থাকা চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়।