দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় গতকাল সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
বগুড়া : শহরের সাতমাথায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমূহ, টিআইবি ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা মানববন্ধনে অংশ নেয়। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতলুবর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, সদস্য শাহনেওয়াজ হোসেন জর্জ, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি মিলন রহমান প্রমুখ।
বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুর প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে মানববন্ধন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি, ও দিনাজপুর বড়মাঠ ময়লা আবর্জনা পরিষ্কার শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকারের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রথমে নিজের হাতকে, এরপরে নিজেকে, তারপরে নিজের পরিবারকে এবং নিজের প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করতে হবে। এরপরে অন্যকে বলতে হবে। নিজের বেতনের কথা স্ত্রী, সন্তানকে জানাতে হবে, যদি না জানান সেটাও দুর্নীতি, নিজের অফিসে সময় মতো না যাওয়াটাও দুর্নীতি। স্বজনপ্রীতি করাও দুর্নীতি। শুধু সরকারি চাকরিজীবিরাই দুর্নীতি করে না। সবাই কোনো না কোনো ভাবে আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছি। যারা ঘুষ নেন, তাদের থেকে বেশি অপরাধি যারা ঘুষদেন। আগেও দুর্নীতি হয়েছে, এখনো দুর্নীতি হচ্ছে। তাই আসুন সবাই মিলে দুর্নীতি মুক্ত হই। তবেই এই দেশটি এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোশফেকুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লায়লা চৌধুরি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. ডিসি রায় ও জেলা সনাকের সাবেক সভাপতি মো. জলিল আহম্মেদ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সেন ও শাহরিয়ার নাঈম। অনুষ্ঠাটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক হারুন উর রশিদ। সহযোগীতায় ছিল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি।
ঠাকুরগাঁও : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকারসহ অন্যান্যরা।
রাঙামাটি : জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি কমিশন সমন্বিত কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। রাঙামা?টি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, রাঙামা?টি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার প্রমুখ।
মৌলভীবাজার : উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলে আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ তালুকদার, সহ-সভাপতি এএনএম ওয়াহিদুজ্জামান, সনাকের সহ-সভাপতি গীতা গোস্বামী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম, শিক্ষক মো. আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরী, এনজিও প্রতিনিধি তামান্ন আহমেদ ও টিআইবি এরিয়া কো- অডিনেটর মো. আবু বক্কর প্রমুখ।