ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হাবিপ্রবির হল থেকে ৯ শিক্ষার্থী বহিষ্কার

হাবিপ্রবির হল থেকে ৯ শিক্ষার্থী বহিষ্কার

সিনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে হাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার এবং তিনজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় যে, ভাইস চ্যান্সেলর তদন্ত কমিটির সুপারিশ অনুমোদন করায় বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষার্থীকে সিনিয়রকে মারধর করায় হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ ১ বছরের জন্য কার্যকর হবে। রেজিস্ট্রার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির জানান, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় ভেটেরিনারি গেটের ঘটনা এবং পরে শহীদ জিয়া হলের ১০৭ নাম্বার রুমের সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জিয়া হলের সুপার প্রফেসর ড. মোক্তাদিরুল বারীকে সভাপতি ও সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালামকে সদস্য সচিব করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত