ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পিইউপি’র উদ্যোগ

বগুড়ায় বিষমুক্ত সবজি উৎপাদনে ব্যাপক সাড়া

বগুড়ায় বিষমুক্ত সবজি উৎপাদনে ব্যাপক সাড়া

‘স্বাস্থ্যসমম্মত নিরাপদ সবজি খাই, রোগমুক্ত সুস্থ জীবন চাই’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে এমসিসি বাংলাদেশ এর সহযোগিতায় পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) এর বাস্তবায়নে গতকাল সোমবার বগুড়া সদরের পল্লীমঙ্গল এলাকায় পরিবেশ বান্ধব কৃষি ও ব্যবসায়ীক গুরুত্ব শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কর্মশালায় সভাপতিত্ব করেন পিইউপি এর প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বগুড়া সদর উপজেলা কৃষি অফিসার ইসমত জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের বদলে ব্যবহার হচ্ছে জৈব সার, বীজ, মালচিং পেপার, ফেরোমন ট্র্যাপ, নেট, হলুদ আঠালো ফাঁদ। এটি একটি মহৎ উদ্যোগ, এ উদ্যোগের ফলে দেশের মানুষ বিষমুক্ত খাবার খেতে পারবে। তাই দিন দিন বিষমুক্ত সবজির জনপ্রিয়তা বাড়ছে, জৈব সারে চাষের পরিধি বড় হচ্ছে। শাকসবজি ও ফলমূল উৎপাদন অতিরিক্ত রাসনায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি, পানি এবং বায়ু দূষণ হয়। প্রাকৃতিক উপায়ে উৎপাদিত শাকসবজি ও ফলমুলে ভিটামিন, প্রোটিন, ফাইবার এবং খনিজ পদার্থের পরিমাণ বেশি থাকে। ফলে তা ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিস সহ নানা রোগের ঝুঁকি কমায়। বিষমুক্ত নিরাপদ সবজি ও ফলমূল স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব কৃষি কেবলমাত্র পরিবেশ সংরক্ষণ নয়, বরং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে টেকসই উন্নয়ন নিশ্চিত করে। এ ধরনের কৃষি পদ্ধতির প্রসার কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে, যা কৃষকদের জন্য অর্থনৈতিক সাফল্য ও সমাজের জন্য স্বাস্থ্যসম্মত পণ্য সরবরাহ করবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাজেদুর রহমান, বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হান্নান, এমসিসি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, ইউসিবি ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান ও ফয়সাল মাহমুদসহ প্রমুখ। পিইউপি কর্মসূচি সমন্বয়কারী শেখ আবু রাহাত মো. মাশরুকুল ইসলাম বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত