নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদীতে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘জেলা পর্যায়ে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ও প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সোহেলুর রহমান খান এবং ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ সাইফুল আজম খান।