সারা দেশে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বাঙালি নারী শিক্ষার অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করতে ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে গতকাল সোমবার সারা দেশে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য তুলে ধরা হলো :

সিরাজগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তরের উদ্যোগে জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাদের ক্ষমতায়ন নিশ্চিত না করে দেশের অগ্রগতি সম্ভব নয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা। এ আলোচনা সভা শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া জেলার সবকয়টি উপজেলায় যথাযথভাবে এ দিবস পালিত হয়েছে।

তিতাস (কুমিল্লা) : পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে তাদের হাতে সংবর্ধনা স্বরূপ সম্মামনা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহানা বেগম, উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা শিরিনা আক্তার প্রমুখ।

ভৈরব (কিশোরগঞ্জ) : উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, সমাজ সেবা কর্মকর্তা রিফফাত জাহান ত্রপা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর আহমেদ সৈকত প্রমুখ। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা শেষে ৫টি ক্যটাগরিতে নির্বাচিত জয়িতাদের হাতে সনদসহ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

শরীয়তপুর : জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসককের সম্মেলন কক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, জেলা তথ্য কর্তা শাহীন মিয়া প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এবছর ৫টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ৫জন ও উপজেলা পর্যায়ে ৫জনকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

বীরগঞ্জ (দিনাজপুর) : উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আইসিটির সহকারী প্রোগ্রামর আফসানা হক উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মোস্তাকিমা খানম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সিদ্দিক হোসেন, বীরগঞ্জ এপির ম্যানেজার রবার্ট কমল সরকার, জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ শামীমা বেগম, চারুবালা রায় ও ধরীত্রী রায়সহ আরো অনেকে। আলোচনা শেষে তিন জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ জেলা এবং কালীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন মাহমুদা নাসরিন লিমা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ জয়িতা মাহমুদা নাসরিন লিমার হাতে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ। একই সময় বিভিন্ন ক্যাটাগরিতে আরো চার নারীকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অতিরিক্ত দায়িত্ব মুন্সি ফিরোজা সুলতানাসহ অনেকে।

অপরদিকে, কালীগঞ্জ উপজেলা সভাকক্ষে একই সময় আয়োজিত আরেকট অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় ভূষিত হয়েছেন লিমাসহ আরও ৪ জন নারী। সকল জয়িতা তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা তাসলিমা বেগম, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

চুয়াডাঙ্গা : জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে চেষ হয়। পরে বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মহিলাবিষয়ক উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত প্রমুখ। সভা শেষে সমাজের বিভিন্ন কাজে অসামান্য অবদান রাখায় ৫ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

চাঁদপুর : ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, সমাজের প্রত্যেক নারীই জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোনো না কোনোভাবে জয় করছে। একজন নারী যখন স্বামীর ঘরে আসে, তখন পরিবারের সদস্যরা তার বিভিন্ন রকম ত্রুটি ধরে। এ প্রতিকূলতাকে জয় করে ওই মেয়ে সেই ঘরে থাকেন এবং নিজেকে মানিয়ে চলতে হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার।

কুষ্টিয়া : জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন বন্ধ করতে তাদের শিক্ষিত এবং সচেতন করার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই। তিনি বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ, সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল প্রমুখ।