ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বন্ধ মিলের নামে চাল বরাদ্দ

পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
বন্ধ মিলের নামে চাল বরাদ্দ

কুষ্টিয়ায় বন্ধ মিলের নামে চাল সংগ্রহের বরাদ্দ খতিয়ে দেখতে অবশেষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনিয়মের বিষয় নিয়ে ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, কুষ্টিয়ায় সরকারিভাবে চাল সংগ্রহ অভিযানে অনিয়মের অভিযোগ উঠেছে। মিরপুর ও দৌলতপুরসহ আরও কয়েকটি উপজেলায় অস্তিত্বহীন ও লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে যাওয়া মিলের নামে চাল বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু বরাদ্দের বিষয়টি জানে না অনেক মিল মালিক। সাধারণ মিল মালিকদের অভিযোগ সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে দিনের পর দিন চলছে এই অনিয়ম। কুষ্টিয়া জেলা খাদ্যনিয়ন্ত্রক মো: আল-ওয়াজিউর রহমান জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে গত শনিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল খালেকের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে অতি শিগগিরই এ বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত