রামগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬৯টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। গতকাল মঙ্গলবার রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক স্তরের ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট ব্যাট, ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, পর্যায়ক্রমে রামগঞ্জ উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণসহ পাঠাগার স্থাপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার শরিফ উল্যা আস শামস।