সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ়্য র্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয। গত সোমবার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবীনগর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক জিএস কেন্দ্রীয় বিএনপির নেতা সায়েদুল হক সাঈদ। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অংকুর শিশু কিশোর সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠাতা আনিসুল হক রিপনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম মমতাজুল করিম।