ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। গত সোমবার টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে মোস্তাফিজুর রহমান সাব্বির, সুজন মিয়া, মালা আক্তার, সোহাগী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রায় ১৫ বছর ধরে আমাদের কোনো নিয়োগ হয় না। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বেকার হয়ে পড়েছে। এ ছাড়া অনেকের সরকারি চাকরির বয়স চলে গেছে।