ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস পালিত

ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস পালিত

নানা আয়োজনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ঈশ্বরগঞ্জকে শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। গত সোমবার এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। উপজেলা প্রাঙ্গণ হতে ৯ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে ৯ কি.মি. পথ পাড়িদিয়ে সকাল ৯টায় একই স্থানে শেষ হয় ম্যারাথন দৌড়টিখ। ম্যারাথন শেষে ৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারকে জাতীয় পতাকা হস্তান্তর করেন। উপজেলা পরিষদ হলরুমে ম্যারাথনে অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত