ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস পালিত
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
নানা আয়োজনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ঈশ্বরগঞ্জকে শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। গত সোমবার এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। উপজেলা প্রাঙ্গণ হতে ৯ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে ৯ কি.মি. পথ পাড়িদিয়ে সকাল ৯টায় একই স্থানে শেষ হয় ম্যারাথন দৌড়টিখ। ম্যারাথন শেষে ৯ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারকে জাতীয় পতাকা হস্তান্তর করেন। উপজেলা পরিষদ হলরুমে ম্যারাথনে অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।