‘জিয়া পরিবারকে ধ্বংসের পরিকল্পনা করেছিল স্বৈরাচার হাসিনা’

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। গত সোমবার সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কলারোয়া পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান ৮ হাজার কিলোমিটার দূর থেকে সমগ্র বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন।

নেতাকর্মীদের ধৈর্য্য ধরে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে বিএনপি থেকে বিতাড়িত করা হবে। আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শালিশ বিচারের নামে দলবাজ, চাঁদাবাজি করা যাবে না।

এমনকি কোনো শালিস বৈঠক না করারও নির্দেশনা দেন তিনি। উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, কলারোয়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা এমএ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। বিএনপি নেতারা এ সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর আগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল কলারোয়া উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়।