বশেমুরকৃবিতে সীড টেকনোলজি কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) তিন মাসব্যাপী সীড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের আন্তর্জাতিক কনফারেন্স কমপ্লেক্সে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, বিএডিসি’র মেম্বার ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এবং রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো. নাজমুল ইসলাম। বশেমুরকৃবি’র পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলামের সঞ্চালনায় এবং প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. গোলাম রসুল, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. সাইফুল আলমসহ অন্যান্য ডিন ও পরিচালকরা।
এ কোর্সের প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বীজ প্রত্যয়ন এজেন্সি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং লাল তীর থেকে আগত ২০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রশিক্ষক প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিএডিসি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং বিভিন্ন বীজ কোম্পানির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা।
তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণাগার ও মাঠ পরিদর্শন করবেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কৃষিপ্রধান এ দেশকে আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে গুণগত বীজ উৎপাদনের বিকল্প নেই। যথাযথ সমন্বয়ের মাধ্যমে দেশেই বীজ উৎপাদন করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির উপর বিশেষ গুরুত্বারোপ করেন এ বিজ্ঞানী ও কৃষিবিদ।