আজ কুষ্টিয়া মুক্ত দিবস
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
আজ ১১ ডিসেম্বর বুধবার। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার মুক্তি সেনারা রক্ত সংগ্রাম করে পাকবাহিনীর হাত থেকে কুষ্টিয়াকে মুক্ত করেছিলেন। অত্যাধুনিক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হানাদার পাকসেনার বিরুদ্ধে সাহসী বাঙালি তরুণ মুক্তিযোদ্ধারা অমিত তেজে অসীম সাহসিকতার সঙ্গে ছোট-বড় ২২টি যুদ্ধ করে কুষ্টিয়ার পবিত্র মাটি পাক হানাদার সেনাদের হটিয়ে মুক্ত করতে সক্ষম হয়েছিল। মুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করবেন।