ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মশালা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মশালা

শেরপুরের নকলায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা গেছে, দেশের ৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিপত্রের সভপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী ছামিউল হক এবং বিশেষ অতিথি হিসেবে প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, সহকারী প্রকৌশলী এইচএম শাহীন, সোসাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. বাবুল মিয়া, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত