ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

৪৪ কেজি গাঁজাসহ কারবারি আটক

৪৪ কেজি গাঁজাসহ কারবারি আটক

চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ রুবেল হাওলাদার (৪২) নামে কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদকবহনকারী প্রাইভেটকার, নগদ ১২ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক রুবেল খুলনা জেলার সোনাডাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ির মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব বলেন, রুবেল খুলনার মাদক কারবারি রিংকু গাড়ি ভাড়া করে কুমিল্লার বুড়িচং এলাকায় নিয়ে আসে। আজ সকালে বুড়িচং এলাকার ভারতীয় সিমান্ত এলাকায় গিয়ে ৪০ কেজি গাঁজা প্রাইভেটকারের পেছনের ডেকে করে চাঁদপুর হয়ে খুলনা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত