সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগ সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা শহরের পশ্চিম দাশড়া (লঞ্চঘাট) এলাকার মৃত খগেন্দ্র মোহন সরকারের ছেলে। গতকাল বিকালে নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, গ্রেপ্তার সুভাষ চন্দ্র সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলার এজাহার নামীয় আসামি।