অবহিতকরণ সভা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য যোগদানকৃত প্রশাসক ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সাথে রাসিক কর্মকর্তাদের দাপ্তরিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রাজশাহী নগরভবনের সিটি হল সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ সভায় রাসিকের সব বিভাগ ও শাখা প্রধানদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। তিনি সিটি কর্পোরেশনের সব বিভাগের দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাসিক প্রশাসকের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় রাসিকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য চিত্র উপস্থাপন করেন তত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ। রাসিক সচিব মোবারক হোসেনসহ সভায় রাসিকের সব বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও সব ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।