ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জেলা-উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জেলা-উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার দেশব্যাপী বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সিরাজগঞ্জ : দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিগত লুটেরা সরকার আমলে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। সেইসঙ্গে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হত্যা, নির্যাতন ও হামলার ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

চাঁদপুর : সার্কিট হাউজের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে ও সব নাগরিকের মানবাধিকার নিশ্চিতে র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি গাজী রহমত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সহ সাধারণ সম্পাদক হোসেন মোল্লা লিটন, যুগ্ম সম্পাদক সারওয়ার আলম, আফসার ইয়ামিন রনি, এমএ মান্নান শেখ, আবদুল শুক্কুর, সহ-সভাপতি খন্দকার শাহিদুল আলম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আলি আজগর মিঠু, আক্কাস খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সুমি আকতার, নরজাহান, শহড়বানু, বিলকিস প্রমুখ।

পাবনা : পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ‘ন্যায়, ইনসাফ ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম আপোষহীন’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলম। আরো বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এসএম সোহেল, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট জহির রায়হান প্রমুখ।

কিশোরগঞ্জ : জেলার করিমগঞ্জ সরকারি কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। মানবন্ধনে করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মুন্না তার বক্তব্যে বলেন, ছাত্রদলের সব জেলা, উপজেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও পৌর শাখার যেসকল নেতকর্মীরা গুমের শিকার হয়েছে তাদের ফিরিয়ে দিতে হবে। বিগত স্বৈরাচার সরকারের আমলে যত হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে সকল মামলা বাতিল করতে হবে। এ ছাড়াও সে সময় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিনা বিচারে যাদের হত্যা করেছে এবং নির্মমভাবে নির্যাতন করেছে সে সব ঘটনার যথাযথ বিচার করতে হবে। কর্মসূচিতে করিমগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারা ছাড়াও করিমগঞ্জ উপজেলা, পৌরসভা ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।

নোয়াখালী : জেলার কবিরহাট উপজেলার বাংলাদেশে মানবাধিকার কমিশন উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় পৌরসভার মানবাধিকার কমিশনের সভাপতি শাহীনুল আবেদীন শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার জেলা শাখার কার্য নির্বাহী সভাপতি ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কবিরহাট উপজেলা শাখার সভাপতি জহিরুল হক চৌধুরী। ইন্দুরকানী (পিরোজপুর) : আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিগত আওয়ামী লীগ সরকারের হাতে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ নাগরিকদেরকে গুম এবং আইনশৃঙ্খলাবাহিনী দ্বারা নির্যাতিত ও খুনের বিচার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা সরকারি ইন্দুরকানী (জিয়ানগর) ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব অলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত