ঢাকা ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ষড়যন্ত্র রুখতে সুধী সমাবেশ

ষড়যন্ত্র রুখতে সুধী সমাবেশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্টের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের উদ্যোগে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাণুরাগী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট পরিচালিত হাসপাতাল চত্বরে গত মঙ্গলবার ট্রাস্টের পরিচালক লন্ডন প্রবাসী শহিদুল হক রেজা রঞ্জু মতবিনিময় সভায় অনলাইনে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সিঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অন্যান্যেন মাঝে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল হক তোতা মিয়া, ট্রাস্টের সদস্য মমিনুল ইসলাম মুমিন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, প্রাক্তন প্রধান শিক্ষক আনারুজ্জামান, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, সাংবাদিক আকরাম হোসেন রিপন, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির, বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, রেজাউল হক বিএম কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ। মতবিনিময় সভার পৃষ্টপোষকতা করেন ট্রাস্ট সদস্য লন্ডন প্রবাসী তোফাজ্জল হোসেন মাঝি। লন্ডন প্রবাসী ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রায় শত বছর বয়স্ক আলহাজ্ব রেজাউল হক তোতা মিয়া আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে উপস্থিত সবার উদ্দেশে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, এলাকার সাধারণ মানুষের কল্যাণে স্কুল, কলেজ, মসজিদণ্ডমাদরাসা এবং হাসপাতালসহ অসংখ্য প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সুষ্ঠু ভাবে পরিচালনা করছি। ইতোপূর্বে শাহিন রেজা হাই স্কুল, ঘাগটিয়া এতিমখানা, ছালামিয়া সিনিয়র মাদ্রাসা, রেজাউল হক মহিলা কলেজ, রেজাউল হক বিএম কলেজ, মসজিদ আল বালাগ ঘাগটিয়া, রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদণ্ডমাদরাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি একটি কুচক্রী মহল ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। ইতিপূর্বে যাদের দায়িত্ব দেয়া হয়েছিল, তারাই আর্থিক ভাবে লাভবান হয়েছে। ষড়যন্ত্রকারীরা প্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত