কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম মাসেই নিজের দক্ষতা ও বিচক্ষণতা এবং সফলতা দেখিয়েছেন। তিনি হলেন, ৩৮তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন।
গত ৩০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যারীন তাসনিম তাসিনকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়। ১৯২৬ সালে উখিয়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। উপজেলা হওয়ার ৪১ বছর পর এই প্রথম কোনো নারী হিসেবে লালমনিরহাট জেলার বাসিন্দা যারীন তাসনিম তাসিন চলতি বছরের ১০ নভেম্বর উখিয়ার এসিল্যান্ডের চেয়ারে আসীন হন।
সেইসঙ্গে বিসিএস (প্রশাসন) ক্যাডার পদে মাঠ পর্যায়ে অনুষ্ঠানিক কাজ শুরু করেন। সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ৩ দিন পরই থেকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে উখিয়া থেকে সদ্য বিদায় নেয়া সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের বদলিজনিত কারণে শূন্য হওয়া উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ২টি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতা এবং সফলতার সাথে টানা ৩০ দিন দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে লামা উপজেলা থেকে বদলি হয়ে যোগদান করা ব্যাপক চৌকস ও বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীর কাছে ইউএনওর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন যারীন তাসনিম তাসিন। ৩৮তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন ইতোপূর্বে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪ মাস অফিসিয়াল পর্যায়ে দায়িত্বপালন করে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদায়িত হন।