ঢাকা ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রিমেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা

রিমেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহায়তায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে ইএ-১৫/২০২৪ প্রকল্পের মাধ্যমে জরুরি পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদে কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে রিমেলে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের বসতঘর মেরামতের জন্য প্রতিটি পরিবারের মাঝে ৩৬,০০০ টাকার ১ম কিস্তি ৮ লাখ ৮০ হাজার টাকা ও ৫২টি পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণের জন্য প্রতিটি পরিবারে ১৬,৩০০ টাকা হিসেবে ৮ লাখ ৪৭ হজার ৬০০ টাকা নগদ একাউন্টের এর মাধ্যমে উপকারভোগীদের মাঝে প্রদান করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্যানেল চেয়ারম্যান আবু হাসান সরদার, ইউপি সদস্য, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য, সুশীল সমাজ, এবং কারিতাস ইএ-১৫/২০২৪ প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর সঞ্জিত সরদার, ইউনিয়ন ফোকাল আসাদুর রহমান, ডিআরআর-সিসিএ প্রকল্পের মিল অফিসার মিল্টন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত