সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা উত্তরপাড়া গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে সাহাদত হোসেনকে (৪০) অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ওই উপজেলার ঝাপড়া কালিচরণ গ্রামের আলতাব হোসেনের ছেলে। এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪ ধারা মতে এ জরিমানা করা হয়। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।