রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য ইউনুছ মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী শরীফুল ইসলামের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউনুছ মোল্লা গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর জুড়ান মোল্লার পাড়ার ওলিমুদ্দিন মোল্লার ছেলে। তিনি রাজবাড়ী জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের (গোয়ালন্দ উপজেলা) সাবেক সদস্য। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি বর্ষণসহ নানান অস্ত্র দিয়ে হামলা চালায়।