আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান। গ্রেপ্তাররা হলেন- গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১)। তিনি ইমামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। অন্যদিকে একই উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত মাতবর আলী মোল্লার ছেলে নাজমুল মোল্লা (৫২)। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। থানা সূত্রে জানাযায়, গত বুধবার মধ্যে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা সানারপাড় এলাকা থেকে নাজমুল মোল্লাকে গ্রেপ্তার করে। একই রাতে রসুলপুর গ্রাম থেকে মাহতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সদর থানায় দায়ের করা হত্যা মামলায় তারা আসামি বলে জানা যায়। এদিকে মাহতাব উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পপি বলেন, মাতাব উদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এবং গজারিয়া বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক, গজারিয়া উপজেলায় টিভি ও বেতারের একমাত্র সংগীত শিক্ষক। কখনো কোন রাজনৈতিক মঞ্চে একদিনের জন্য বক্তব্য করেননি। মাতাব উদ্দিন রাজনৈতিক প্রতিহিংসা শিকার। গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান- মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।