হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক- আঞ্চলিক সড়কে তীব্র যানজট, ব্যাটারিচালিত অটোরিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার থানা প্রাঙ্গণে হাইওয়ে ওসি আইয়ূব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী। পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহজাহান মোড়ল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান, ইজ্জত আলী ফকির, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি রানা মাসুদ, উপজেলা শিল্পাঞ্চল শ্রমিকদলের সাধারণ সম্পাদক রানা আহমেদ, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম বেপারী প্রমুখ। এ সময় সকলের সহযোগিতা কামনা করেন ওসি।