বীরগঞ্জে ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে যাতাযাতের ভাতা বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতদিনব্যাপী সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম আলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফেরদৌস আলম খান ও বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনসহ আরো অনেকে। আলোচনা শেষে প্রধান অতিথি ফজলে এলাহী প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াতের ভাতার অর্থ বিতরণ করেছেন।