সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে আটক ৪৩ জন জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১০টি জেলে নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রাতে আটক জেলেদের ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে বন বিভাগ। গত বুধবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার বিকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে ৪৩ জন জেলেকে আটক করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, সুন্দরবনে অপরাধ কর্মে সম্পৃক্ত না হওয়ার মুচলেকা নিয়ে এবং বন আইনে তাদেরকে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করে আটক জেলেদের মুক্তি দেয়া হয়েছে।