ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁদপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত প্রকল্প’ এর আওয়তায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য সচেতনতামূল প্রশিক্ষণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ক্যান্সার যেমনি জীবন কেড়ে নিচ্ছে তেমনি অতিমাত্রার শব্দও জীবন কেড়ে নিতে পারে।

আপনাদের কাছে মোবাইল কোর্ট যাবে পুলিশ ধরবে তা কিন্তু সমাধান না। পরিবহন শ্রমিকদের উদ্দেশে ডিসি বলেন, উচ্চ শব্দে যিনি হর্ন বাজাচ্ছেন তিনিও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আপনার অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মো. নূর আলম দীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, প্রকল্প উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেবুরে রহমান ও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত