ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জের সলংগা থানার চরবেড়া ঝাপঝপিয়া নদীর ওপর সেতু না থাকায় মানুষের পারাপারে চরম দুর্ভোগের শিকার। নিজেদের খরচে তৈরি এক বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত থানা এলাকার চরবেড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ওই নদী। বর্ষাকালসহ এ নদীতে প্রায় সময়ই পানি থাকে। আর পুরো বর্ষাকালে খেয়া নৌকা দিয়ে এ নদী পারাপার হয়ে থাকে এলাকাবাসী। এতে নদীর উভয় পারের অঞ্চলের অনেক গ্রামের মানুষ পারাপারে চরম দুর্ভোগের শিকার। অবশেষে ওই নদীর তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিজ খরচে শিক্ষার্থীদের পারাপারে ওই নদীর ওপর এক বাঁশের সাঁকো তৈরি করে দেয়া হয়। আর এক বাঁশের এ সাঁকো দিয়েই উভয়পাড় অঞ্চলের মানুষ পারাপার হচ্ছে প্রতিদিন। বিশেষ করে এ অঞ্চলের ছোট খাট ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ এ নদী পারাপারে দুর্ভোগের শেষ নেই। স্থানীয়রা জানান, ওই নদীর পাড় এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল রয়েছে এবং এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী ওই নদী দিয়েই পারাপার করতে হয়। এ নদীর ওপর ব্রিজ না থাকায় জন সাধারণের পাশাপাশি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে। এ দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ওই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবী দীর্ঘদিনের এবং এলাকাবাসীর এ দাবি এখনো বাস্তবায়ন হয়নি। এ কারণে ওই এক বাঁশের সাঁকো দিয়ে জীবনঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এরই মধ্যে এ সাঁকো পারাপারে ছোটখাট দুর্ঘটনাও ঘটেছে। স্থানীয় এলজিইডি বিভাগ ওই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করলে জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকাবাসী। এ ছাড়াও এ ব্রিজ হয়ে বোয়ালিয়া সড়কের সাথে যোগাযোগের পথও সহজ হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্যোগ নিলে ওই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হতে পারে। সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ বিষয়ে খোঁজ নিয়ে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত