নোয়াখালীতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে প্রধান কার্যালয়ের ইস্টার্ন রিজিওন ইভিপি অ্যান্ড ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিডেট এর চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মতিন লিটন, নোয়াখালী ডিভিশনের এসভিপি এ্যান্ড ইনচার্জ মাওলানা নুরুল হুদা, যুবদলের নেতা রাজন। বিভিন্ন গ্রাহকের ৪৬৪ জনের মেয়াদোত্তর বিমা দাবির প্রায় দেড় কোটি টাকা পরিশোধ করা হয়।