গতকাল বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জনাবা আফরোজা খাতুন রিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া সৈয়দ কালুশাহ্ বিশ্ববিদ্যালয়ের গভনিং বডির সভাপতি এ্যাড আব্দুল আউয়াল খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাটুরিয়া সৈয়দ কালুশাহ্ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ছাত্র আমির হামজা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।