জাতীয় নাগরিক কমিটির রাজৈর উপজেলা শাখা কমিটি গঠনের প্রস্তুতিমূলক আলোচনা সভা করা হয়েছে।
গত বুধবার উপজেলার টেকেরহাট বন্দরের তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির মাদারীপুর জেলা গঠনতন্ত্রের প্রধান কাজী বেবি কনা।
এ সময় রাজৈর উপজেলা কমিটির প্রস্তাবক সদস্য আজগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদারীপুর সরকারি কলেজের ছাত্র মো. বিল্পব, জহিরুল ইসলাম, সরকারি রাজৈর কলেজের ছাত্র আফরান মাহমুদ (জামিল), টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্র তামিম শেখ, শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী সুমাইয়া ইসলাম, ছাত্র সাগর ও ব্যবসায়ী সুমন শেখ প্রমুখ।