ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। এই নতুন আহবায়ক কমিটিতে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক করে ক্রমান্বয়ে যুগ্ম আহ্বায়ক হলেন, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদ্য বিলুপ্ত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ। সদস্য সচিব জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুল ইসলাম। মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ এবং মেহেরপুর-২ আসনের সাবেক এমপি ও সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত