সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার কলেজ রোড থেকে ডাচণ্ডবাংলা ব্যাংকের এজেন্টের ২ কর্মচারীকে অপহরণ করে নিয়ে প্রায় ২০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এরই মধ্যে ওই ২ কর্মচারীকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন- একই এলাকার ঝিকিড়া মহল্লার মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ওই ২ কর্মচারী একটি ব্যাগে প্রায় ২০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে এবং ৫/৬ জন ছিনতাইকারী ওই ২ কর্মচারীকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এতে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ঘটনাস্থলে পড়েছিল। এ সংবাদে পুলিশ পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হকের নেতৃত্বে এলাকার বিভিন্ন স্থানে চালায়। এ অভিযানে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নিয়ামতপুর এলাকায় ফেলে রেখে ওই ২ কর্মচারীকে উদ্ধার করা হয়। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হলেও ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার হয়নি। তাদের জিজ্ঞাসাবাদের পর ওই ব্যাংকের এজেন্টের জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।