ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফরিদপুর চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু

ফরিদপুর চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু

গতকাল শুক্রবার বিকালে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের (৪৯তম) ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিগত ৪৮ বছরে এ পর্যন্ত প্রায় ৬৫০ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবং ২০২৩-২০২৪ রোপণ মৌসুমের ৪ হাজার ২৫২ একর জমির দণ্ডায়মান আখ হতে ৭৫ হাজার হতে ৮০ হাজার মেট্রিকট্রন আখ প্রাপ্তি সাপেক্ষে ৭৫ হতে ৮০ দিনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মাড়াই মৌসুম শুরু হচ্ছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৬.৫%।

কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ডোংগায় আখ নিক্ষেপনের মধ্যদিয়ে ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের শুরু হয়। চিনিকলের ডোঙায় আখ ফেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ’র সভাপতিত্বে কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি সদর দপ্তরের পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরি, মধুখালী উপজেলা জামাতে আমির আলিমুজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাভাপতি শাহিন মিয়া, আখচাষি কল্যাণের সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ওবায়েদ বিন নাসের প্রমুখ।

উল্লেখ্য গত ১৯৭৪ সালে চিনিকলটি প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৬-১৯৭৭ আখ মাড়াই মৌসুমে উৎপাদনে যাওয়ার পর থেকে বিগত ৪৮ বছরে চিনিকলটি মাত্র ১০ মৌসুমে লাভের মুখ দেখলেও বছরের পর বছর লোকসান দিয়ে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত