ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে চালু হলো ক্যারিয়ার হাব

কক্সবাজারে চালু হলো ক্যারিয়ার হাব

কক্সবাজারে ‘ক্যারিয়ার হাব’ এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিসেস (ইএসএস)-এর সেবার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার হোটেল লং বিচে আয়োজিত এই ইভেন্টে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্মদক্ষতা উন্নয়নে ক্যারিয়ার হাবের কার্যক্রম তুলে ধরা হয়। কক্সবাজারের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এবং আইএসইসি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম, আইএলও কক্সবাজারের হেড অব সাব-অফিস রুচিকা বেহেল, কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগী পরিচালক তাসমিয়া তাবাসসুম রহমান, আইএসইসি প্রকল্পের প্রজেক্ট লিড খন্দকার ফখরুল আলম, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের হেড অব অপারেশন আল ইমরান, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন স্থানীয়, জাতীয়, ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, নিয়োগকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন কলেজের শিক্ষক প্রতিনিধি এবং ছাত্র-ছাত্রী প্রতিনিধি। ব্র্যাকের আইএসইসি প্রকল্পের প্রজেক্ট লিড খন্দকার ফখরুল আলম সবাইকে স্বাগত জানান। তিনি প্রকল্পের সব উদ্যোগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচিতি প্রদান করেন। প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটিভেশন এবং উদ্যোক্তা চিন্তার গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে বিনিয়োগ এবং দক্ষতায় উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে যেতে হবে। ক্যারিয়ার হাব ইএসএস বিভিন্ন সেবার মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা ও আকাঙ্ক্ষার সঙ্গে বাজার চাহিদার সংযোগস্থাপন করে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার পরামর্শ, জব রেডিনেস প্রশিক্ষণ, সিভি পর্যালোচনা এবং চাকরির জন্য রেফারেন্স প্রদান। তাসমিয়া তাবাসসুম রহমান ক্যারিয়ার হাবের জাতীয় কার্যক্রম এবং সফল অংশগ্রহণকারীদের গল্প তুলে ধরেন।

যারা ক্যারিয়ার হাবের সহযোগিতায় নিজেদের ক্যারিয়ারে পরিবর্তন এনেছেন। আবু মোর্শেদ চৌধুরী খোকা ক্যারিয়ার হাবকে আরো কার্যকর করতে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, ‘ক্যারিয়ার হাবকে আরো অন্তর্ভুক্তিমূলক করতে হবে। সফট স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কক্সবাজারে পর্যটন খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। সুব্রত বিশ্বাস বলেন নারীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ছেলে বা মেয়ে যেই হোক, সকলে কাজ শুরু করলে সফল হতে পারে। আইএলও কক্সবাজার সাব-অফিসের প্রধান রুচিকা বেহেল ক্যারিয়ার হাবের গত এক বছরের যাত্রা উদযাপন সম্পর্কে বলেন- সক্রিয় শ্রমবাজার প্রোগ্রামিং, প্রশিক্ষণ এবং অংশীদারিত্বের সমন্বয় টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সহায়ক। দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য সফট স্কিল এবং সাংস্কৃতিক অভিযোজন দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সমাপনী বক্তব্যে বলেন, যুবদের জন্য সঠিক প্রশিক্ষণ ও বাজারমুখী দক্ষতা তৈরি করে আমরা অর্থবহ কর্মসংস্থান নিশ্চিত করতে পারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত