ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাগেরহাটে বিএনপির সাংগঠনিক সভা

বাগেরহাটে বিএনপির সাংগঠনিক সভা

বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বাগেরহাট আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপি নেতা ড. অধ্যাপক ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সভাপতি এমএ সালাম, শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, শমশের আলী মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, খান মনিরুজ্জামান, ড. ফরিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ওয়ার্ড থেকে জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করতে হবে। বিএনপির কোনো পদে কোনো ভাবেই আওয়ামী লীগের সুবিধা ভোগী কাউকে আসতে দেয় হবে না। যারাই এই কাজে জড়িত হবেন তাদেরও দল থেকে বিতাড়িত করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত