ঢাকা ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সমঝোতা স্মারক স্বাক্ষর

সমঝোতা স্মারক স্বাক্ষর

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন-আরা বেগম এর ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা এর মধ্যে গবেষণা এবং একাডেমিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই এমওইউটি পুন্ড্র ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিআইআরডি) এবং ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর-ইউআইইউ) এর অধীনে বাস্তবায়িত হবে। গতকাল বৃহস্পতিবার পুন্ড্র ইউনিভার্সিটিতে উপাচার্যের অফিস কক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া এর পক্ষে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা এর পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের মেয়াদ দুই বছর। তবে উভয় পক্ষের সম্মতিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত