ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শীতের উপহার বিতরণ

শীতের উপহার বিতরণ

রংপুর রেলওয়ে স্টেশন এর প্লাটফর্মে রাতযাপনকারী অসহায়, অস্বচ্ছল এবং শারিরীক ও মানসিক ভারসাম্যহীন অসহায় শীতার্তদের মাঝে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে রংপুর রেলওয়ে স্টেশনে এলাকায় ওব্যাট হেল্পার্সের রংপুর এর প্রজেক্ট অফিসার মো. শাহীনুর রহমান এবং ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক ও স্কাউট টীম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম আকাশে নেতৃত্বে ওব্যাট হেল্পার্স পরিবারের উষ্ণ ভালোবাসা স্বরূপ কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ আল-আমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত