বিশ্ব ইজতিমা ময়দানে হত্যাসহ ন্যক্যারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েক ও তৌহিদী জনতার আয়োজনে গতকাল শুক্রবার বাদ জুমা এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শহরের বাজার স্টেশন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মুফতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মওলানা আমিনুল ইসলাম, এসএম হাজি আনোয়ার, আব্দুল সামাদ, মুফতি আব্দুর রউফ, মওলানা ইসমতুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, অতিসম্প্রতি ঢাকার টঙ্গি বিশ্ব ইজতিমা ময়দানে জুবায়ের গ্রুপের ধর্মপ্রাণ মানুষের ওপর পৈচাশিক আক্রমণ করা হয়েছে।