নোয়াখালীতে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ ঢাকার টঙ্গীর মাঠে ঘুমন্ত তাবলিগ জামাতের মুসল্লিদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয় জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এই সমাবেশ শেষ হয়। হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ইয়াকুব কাসেমী, মাওলানা গোলাম রহমান, মাওলানা আক্তার হোসেন, মাওলানা মনজুরুল হাসান, মাওলানা ইসহাক আশরাফী, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা নাদিম ইমরান নোমানী প্রমুখ। সমাবেশে হেফাজত ইসলামের নেতারা বলেন, সাদ পন্থিরা ভারতের দালাল। এরা কোরআন হাদিস ও মুসলমানদের শত্রু। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশের সব তৈহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এরা যেখানেই ফেতনা সৃষ্টি করে, সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে।