ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টুকরো খবর

সাবেক এমপির স্মরণ সভা

সাবেক এমপির স্মরণ সভা

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলে স্মরণে গত শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক আরিফ মোস্তফার আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাড. এসএম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরুর সঞ্চলনায় আলোচনা সভায় গাজী নুরুজ্জামান বাবুলের কর্মময় জীবনের উপর বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এ সময় অতিথির বক্তব্য রাখেন জেলা জজ আদালত এর পিপি আবুল কালাম আকন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শামছুদ্দোহা মিল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, জেলা জজ আদালত এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মনির, প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র পুত্র গাজী কামরুজ্জামান শুভ্র ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল খালেক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত