সমবায় সমিতির সাধারণ সভা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বৃহত্তম সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জয়নাল আবেদীন।