ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

তালাবদ্ধ কক্ষে আগুন

তালাবদ্ধ কক্ষে আগুন

পিরোজপুরে একটি টিনশেড ঘরে তালাবদ্ধ কক্ষে আগুন লেগে আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাতে জেলা শহরের সিআই পাড়া সড়কের কৃষ্ণচূরা মোর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশি আ. আজিজ জানান, একটি বেকারির খাদ্যসামগ্রী বানানোর কারখানার মালিক ছিলেন অসীম হালদার নামের ওই ব্যাক্তি। প্রায় আড়াই মাস আগে থেকেই ঘরটি তালাবদ্ধ অবস্থায় রেখেছেন। এ আগুন লাগার ঘটনা ফায়ার সার্ভিস ও পুলিশকে জানালে ঘটনা স্থলে ছুটে আসেন তারা। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ইউনিট আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত